চপস্টিক নুডলসে পুষ্টিবিদের পরামর্শ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫৪ এএম, ১৮ জানুয়ারি ২০১৮
ছবি- মাহবুব আলম

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় স্কয়ার ফুড প্রডাক্টস নিয়ে এসেছে চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস। এবারের মেলায় চপস্টিকের স্টল হলো প্রিমিয়ার মিনি প্যাভিলিয়ন, স্টল নং- ২১। বরাবরের মতো দৃষ্টিনন্দন এ প্যাভিলিয়নে স্কয়ারের সব ভোগ্যপণ্যই পাওয়া যাচ্ছে। মেলা উপলক্ষে রয়েছে বিশেষ ছাড়ও। তবে এবারের স্টলের নতুনত্ব হলো নিউট্রিশন সেন্টার। এখান থেকে শিশুদের জন্য অভিজ্ঞ পুষ্টিবিদের ফ্রি পরামর্শ পাওয়া যাচ্ছে।

jagonews24

মেলায় রেডি নুডলস বিক্রি করছে চপস্টিক। স্কয়ারের প্যাভিলিয়নটিতে দুটি প্যাকেজে নুডলস বিক্রি হচ্ছে। প্রথমটি ২৪৮ গ্রামের চার পিস অথবা ৪৯৬ গ্রামের দুই পিস চপস্টিক ইনস্ট্যান্ট নুডলসের মূল্য ২৪০ টাকা। যার বাজার মূল্য ২৬৩ টাকা। দ্বিতীয় প্যাকেজে রয়েছে ২৪৮ গ্রামের ছয় পিস বা ৪৯৬ গ্রামের তিন পিসের প্যাকেজ। যার বাজার মূল্য ৩৯৬ টাকা। মেলায় পাওয়া যাচ্ছে ৩৪০ টাকায়।

এছাড়া প্রতিটি প্যাকেজ কিনলে থাকছে স্ক্র্যাচ কার্ড। এটি ঘষে পেতে পারেন কুকিং সেট, টেবিল লাইট, ফিরনি মিক্স, স্কুল ব্যাগ, হটপট, রাইস কুকার, টমেটো সসসহ নিশ্চিত পুরস্কার।

প্যাভিলিয়ন ইনচার্জ সোহাগ বলেন, মেলায় দর্শনার্থীদের সুবিধার্থে দুটি খাবারের বুথ দিয়েছে স্কয়ার। যেখান থেকে ছুটির দিন সারাবেলা এবং অন্যদিন বিকাল ৪টার পর থেকে নুডলস খেতে পারবেন ক্রেতারা। যার মূল্য রাখা হচ্ছে ৩০ টাকা।

মেলায় এসব অফারের বাইরে ছোট বাচ্চাদের জন্য রয়েছে কিছু গেম। পাঁচটি গেমের মধ্যে তিনটিতে বিজয়ী হলে তাদের জন্য রয়েছে বিশেষ পুরস্কার।

এমএ/এমএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।