পেঁয়াজের দাম স্বাভাবিক পর্যায়ে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫৩ পিএম, ১৫ জানুয়ারি ২০১৮
ফাইল ছবি

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে এবং দেশে নতুন পেঁয়াজের উৎপাদন শুরু হওয়ায় স্থানীয় বাজারে পেঁয়াজের মূল্য ক্রমশ কমে স্বাভাবিক পর্যায়ে পৌঁছেছে। সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে মো. আবদুল্লার (লক্ষ্মীপুর-৪) লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

তোফায়েল আহমেদ জানান, সরকারের পক্ষ থেকে পেঁয়াজের মূল্য স্থিতিশীল করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। ভারত, মিয়ানমার, মিশর ও তুরস্ক থেকে পেঁয়াজ আমদানির ব্যবস্থা নেয়া হয়েছে। পেঁয়াজের বিপণন ব্যবস্থায় সরকারের নজরদারি বৃদ্ধিসহ বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে।

পেঁয়াজ আমদানিকারক ও ঢাকার বিভিন্ন পাইকারি বাজারের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে সভা করে দিকনির্দেশা দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

এইচএস/ওআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।