পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা দাবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২০ পিএম, ১২ জানুয়ারি ২০১৮

ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছেন পোশাক শ্রমিকরা।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিভিন্ন গার্মেন্টস সংগঠন আয়োজিত এক শ্রমিক সমাবেশে এ দাবি জানানো হয়।

শ্রমিক নেতারা বলেন, দেশের ৪০ লাখ পোশাক শ্রমিক সর্বসাকুল্যে ৫ হাজার ৩০০ টাকা বেতন পান। যা দিয়ে বর্তমান বাজার মূল্যে জীবন চালানো কঠিন হয়ে পড়েছে। ২০১৫ সালে বিভিন্ন গার্মেন্টস শ্রমিক সংগঠন ন্যূনতম মজুরি ১৫ হাজার করার দাবি করেছিলো। গত তিন বছরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বহুগুণ বেড়েছে। এ অবস্থায় পুষ্টিকর খাদ্য, স্বাস্থ্যসম্মত বাসস্থান ও ন্যূনতম মজুরি ১৮ হাজার করার দাবি জানাই।

পাশাপাশি অবাধ ট্রেড ইউনিয়নের অধিকার নিশ্চিত করার দাবিও জানান শ্রমিক নেতারা।

শ্রমিক নেতা আহসান হাবিব বুলবুলের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি জাহেদুল হক মিলু, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সহ-সভাপতি খালেকুজ্জামান লিপন প্রমুখ।

এএস/এমএমজেড/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।