ব্যাংক এমডিদের সঙ্গে বৈঠকে বসছে কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:০১ পিএম, ০৩ জানুয়ারি ২০১৮

দেশের সব বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে আজ বৈঠকে বসছে বাংলাদেশ ব্যাংক। বুধবার বেলা ৩টায় বাংলাদেশ ব্যাংকে বৈঠকটি অনুষ্ঠিত হবে। বৈঠকে গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে তিন ডেপুটি গভর্নরসহ কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারাও অংশগ্রহণ করবেন। নতুন বছরের পরিকল্পনা সাজাতে ও দিকনির্দেশনা দেয়া হবে। পাশাপাশি সভায় বৈদেশিক মুদ্রার বাজারে অস্থিতিশীলতা, বেসরকারি খাতে অস্বাভাবিক ঋণপ্রবৃদ্ধি, খেলাপি ঋণের লাগামহীন বৃদ্ধিসহ নানা বিষয়ে বিশেষ নির্দেশনা দেয়া হতে পারে।

দেশের ব্যাংকিং খাতের সামগ্রিক পরিস্থিতি মূল্যায়ন ও দিকনির্দেশনা ঠিক করতে তিন মাস পরপর এমডিদের নিয়ে ব্যাংকার্স সভার আয়োজন করে থাকে বাংলাদেশ ব্যাংক। সর্বশেষ ব্যাংকার্স সভাটি অনুষ্ঠিত হয়েছিল গত বছরের ১০ সেপ্টেম্বর। ওই সভায় খেলাপি ঋণের লাগাম টেনে ধরতে ব্যাংকগুলোকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছিলেন গভর্নর ফজলে কবির। সেই সঙ্গে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা গ্রুপকে একচেটিয়া ঋণ দিতেও নিষেধ করেছিলেন তিনি। এছাড়া ব্যাংকগুলোর নিয়োগ বিজ্ঞপ্তিতে বিষয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নাম উল্লেখ করা যাবে না বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছিল ওই সভায়। এসব নির্দেশনার অগ্রগতি পর্যালোচনা হতে পারে আজকের সভায়।

সভার আলোচ্যসূচির বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের একাধিক কর্মকর্তা জানান, এমডিদের সঙ্গে অনুষ্ঠিত সর্বশেষ ব্যাংকার্স সভায় গভর্নর বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত ও পরামর্শ দিয়েছিলেন। আজকের সভায় তা পর্যালোচনার পাশাপাশি ডলারের বাজারে অস্থিতিশীলতা, বছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি প্রণয়নের কৌশল, বেসরকারি খাতে অস্বাভাবিক ঋণপ্রবৃদ্ধিসহ ব্যাংকিং খাতের বিদ্যমান পরিবেশ-পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। বৈঠক থেকে ডলার পাচাররোধে করণীয়, শীর্ষ খেলাপি গ্রাহকদের কাছ থেকে টাকা আদায়ের পন্থা, রেমিট্যান্স বৃদ্ধিতে করণীয়সহ বেশ কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আসতে পারে।

সম্প্রতি বাণিজ্যিক ব্যাংকগুলোর এমডিদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) নির্বাচনে সংগঠনটির চেয়ারম্যানসহ পর্ষদে বেশ কিছু পরিবর্তন এসেছে।

এসআই/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।