বিদায়ী বছরে এমিরেটস-এর ৬ কোটি যাত্রী পরিবহন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫৩ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৭

২০১৭ সালে দুবাইভিত্তিক এমিরেটস এয়ারলাইন্স ৬ কোটি যাত্রী পরিবহন করেছে। বছরটিকে সফলতা ও প্রবৃদ্ধির বছর বলে আখ্যায়িত করেছে এমিরেটস এয়ারলাইন।

এয়ারলাইনটি তাদের নেটওয়ার্কভুক্ত ১৫৬টি গন্তব্যে প্রতি সপ্তাহে গড়ে ৩ হাজার ৬০০টি এবং মোট ১ লাখ ৯১ হাজারের বেশি যাত্রী ফ্লাইট পরিচালিত করেছে। এমিরেটস মালামাল পরিবহন শাখা- এমিরেটস স্কাই কার্গো উল্লিখিত সময়ে ২৫ লাখ টনের অধিক কার্গো পরিবহন করেছে এমিরেটস।

এমন সাফল্যকে ইতিহাস উল্লেখ করে এমিরেটস এয়ারলাইনের প্রেসিডেন্ট টিম ক্লার্কের বলেন, পতনের মধ্যে এমিরেটস প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে এবং একই সঙ্গে নিজস্ব অবস্থান আরো সুদৃঢ় করতে সমর্থ হয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালে এমিরেটস বহরে ২১টি নতুন উড়োজাহাজ, ৯টি এয়ারবাস এ৩৮০ এবং ১২টি বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ যুক্ত হয়েছে। বছর শেষে এয়ারলাইন বহরে মোট উড়োজাহাজের সংখ্যা দাঁড়িয়েছে ২৬৯টিতে এবং আরও ২৪৩টির ডেলিভারি অর্ডার রয়েছে। এ সময় ১১টি উড়োজাহাজ বহর থেকে বাদ দেয়া হয়েছে।

আরএম/এনএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।