রাষ্ট্রায়ত্ত ৮ ব্যাংকের নিয়োগ পরীক্ষা ১২ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩৬ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৭

রাষ্ট্রায়ত্ত ৮ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ‘সিনিয়র অফিসার (সাধারণ)’ শূন্য পদে নিয়োগ পরীক্ষা আগামী ১২ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রার্থীদের এক ঘণ্টাব্যাপী ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে। বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ঢাকার দুই সিটি কর্পোরেশনের কেন্দ্রগুলোতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া বিজ্ঞপ্তিতে আসনবিন্যাস দেয়া হয়েছে। পরীক্ষার্থীরা সেখান থেকে তাদের আসনবিন্যাস জেনে নিতে পারবেন।

বাংলাদেশ ব্যাংক এ বছরে ১৬৬৩টি শূন্য পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

সোনালী ব্যাংক লিমিটেডে ৫২৭টি, জনতা ব্যাংক লিমিটেডে ১৬১টি, রূপালী ব্যাংক লিমিটেডে ২৮৩টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডে ৩৯টি, বাংলাদেশ কৃষি ব্যাংকে ৩৫১টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ২৩১টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে ১টি ও ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশে (আইসিবি) ৭০টি পদ আছে।

রাষ্ট্রায়ত্ব ৮ ব্যাংকের নিয়োগ পরীক্ষার কেন্দ্রের তালিকা দেখতে ক্লিক করুন

এসআই/জেএইচ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।