ব্র্যাক ব্যাংকের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত


প্রকাশিত: ০১:২০ পিএম, ১২ জুলাই ২০১৫

প্রতিষ্ঠার ১৪তম বার্ষিকী উদযাপন করলো ব্র্যাক ব্যাংক। রোববার এ উপলক্ষে গুলশানের ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্র্যাক ব্যাংক থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।

এসময় উপস্থিত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ব্র্যাক ব্যাংক দেশের একমাত্র ব্যাংক যারা সমাজের ব্যাংকিং সুবিধার বাইরে থাকা এসএমই উদ্যোক্তাদের সেবা দিয়েছে। ব্র্যাক ব্যাংক দেশের ৫ লাখ এসএমই উদ্যোক্তার মাঝে ২৮ হাজার কোটি টাকারও বেশি ঋণ বিতরণ করেছে। এসব ঋণের ৯০ শতাংশেরও বেশি দেওয়া হয়েছে কোনো রকম জামানত নেওয়া ছাড়াই।

গ্রাহকদের আস্থা ও বিশ্বাস অর্জনের সুবাদে ভবিষ্যতে অর্থনৈতিক ক্ষেত্রে ব্র্যাক নতুন মাইলফলক তৈরি করবে বলে জানান তিনি। বর্ষপূর্তি উপলক্ষে ব্যাংকের দীর্ঘদিনের কর্মীদের স্বীকৃতি প্রদান করেছে ব্যাংকটি।

বর্তমানে ব্র্যাক ব্যাংকের ১৬৬টি শাখা, ৩৫০টির অধিক এটিএম বুথ এবং ৪৫৮টি এসএমই ইউনিট অফিস রয়েছে। সেই সঙ্গে এই ব্যাংকের আছে আরো ৫ টি সাবসিডিয়ারি বা সহযাগী প্রতিষ্ঠান। অধিক সংখ্যক মানুষকে সেবা দেওয়ার দিক থেকে ব্র্যাক ব্যাংক এখন দেশের বৃহত্তম আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর একটি। ব্র্যাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান বিকাশ সাফল্যের সঙ্গে মোবাইল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে।

এআর/এসএইচএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।