সর্বোচ্চ মূসক প্রদান : জাতীয় পর্যায়ে সম্মাননা পেল ৯ প্রতিষ্ঠান


প্রকাশিত: ১১:৪২ এএম, ১২ জুলাই ২০১৫

২০১৩-১৪ অর্থবছরে জাতীয় পর্যায়ে সর্বোচ্চ মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) দেয়ায় ৯টি প্রতিষ্ঠান পেয়েছে মূসক সম্মাননা। সর্বোচ্চ মূল্য সংযোজন কর পরিশোধকারি প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান নীতিমালা-২০০৫ (সংশোধিত)’ বিধান অনুযায়ী উৎপাদন, সেবা ও ব্যবসা ক্যাটাগরিতে সম্মাননা দেয়া হয়।

রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এসব সম্মাননা তুলে দেন। এ সময় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমেদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উৎপাদনে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ড, সিলেটের কৈলাসটিলা গ্যাস ফিল্ড ও হবিগঞ্জের রশিদপুর কনডেনসেট ফ্রাকশনেশন প্লান্ট।

সেবায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি), চট্টগ্রামের চৌধুরী টি ওয়্যারহাউজ ও ন্যাশনাল টেলিভিশন লিমিটেড (আরটিভি)। ব্যবসায় গাজীপুরের গ্যালারি এপেক্স, ঢাকা লালমাটিয়ার আড়ং ও বসুন্ধরা সিটির মোস্তফা মার্ট।

মূসক প্রদানে উৎসাহিত করতে এনবিআর ২০১১-১২ অর্থবছর থেকে জাতীয় ও জেলা পর্যায়ে তিন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করে আসছে।

এসএ/আরএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।