৯০ শতাংশ প্রতিষ্ঠান মূসক দেয় না
দেশের ৯০ শতাংশ প্রতিষ্ঠানের মূল্য সংযোজন কর (মূসক) দেয়ার সক্ষমতা থাকলেও মূসক দেয় না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় মূসক দিবস-২০১৫ উপলক্ষে মতবিনিময় ও সম্মাননা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, দেশে মূসক দেয় মাত্র ৬০ হাজার প্রতিষ্ঠান। যারা মূসক দেওয়ার যোগ্য এ ৬০ হাজার প্রতিষ্ঠান তার ধারে কাছেও নেই। ৩-৪ লাখ মূসক দেওয়ার যোগ্য প্রতিষ্ঠান থাকলেও তারা মূসক দেয় না। অর্থাৎ ৯০ শতাংশ ব্যবসা প্রতিষ্ঠান মূসক আওতার বাইরে।
মন্ত্রী বলেন, আমাদের কাছে বড় চ্যালেঞ্জ হলো কি করে করের আওতা বাড়ানো যায়। মানুষের সুযোগ-সুবিধা বাড়ানোর জন্যই করের আওতা বাড়ানোর প্রয়োজন। আমরা সবাই জানি মূসকসহ যে কোনো কর`ই জনপ্রিয় কর নয়। বিশেষ করে মূসক নিয়ে সবার আপত্তি রয়েছে। তবে আমার মতে মূসক সবচেয়ে ভালো কর। এটা খুব সহজেই কোনো ঝামেলা ছাড়াই প্রদান করা যায়। তাই মূসক যাতে জনপ্রিয় হয় সরকার যে চেষ্টাই করছে।
ভ্যাট আইন প্রসঙ্গে তিনি বলেন, শুরুতে এই আইন নিয়ে সবার মাঝে মতবিরোধ ছিল। তবে সবার মতামত নিয়ে বর্তমানে এই আইন সংশোধন করা হয়েছে। তাই এ আইন নিয়ে আপত্তি অনেক কমেছে।
বিশেষ অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, রাজস্ব আদায়ের ক্ষেত্রে করদাতাদের হয়রানি করা কোন ভাবেই উচিত নয়। দেশে ১৮ লাখ টিআইএন ধারী রয়েছে। এর মধ্যে কর দেয় মাত্র ১১ লাখ। গ্রামেও কর দেওয়ার মতো সক্ষম অনেক ব্যক্তি রয়েছে।
তাদেরকে টিআইএন নম্বর দিয়ে কর আদায়ের ব্যবস্থা করলে রাজস্ব আদায় অনেক বাড়বে বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
এফবিসিসিআই’র সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেন, সঠিকভাবে মূসক আদায় করলে বাজেটের অর্থায়ন বিদেশি উৎস নয় অভ্যন্তরীণ উৎস থেকেই সম্ভব।
অনুষ্ঠানে এনবিআর সদস্য ফরিদ উদ্দিনের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, অর্থমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক বক্তব্য রাখেন।
এসএ/আরএস/বিএ