রিহ্যাব মেলা শেষ হচ্ছে আজ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬:০২ এএম, ২৫ ডিসেম্বর ২০১৭

'স্বপ্নিল আবাসন, সবুজ দেশ লাল সবুজের বাংলাদেশ' এ স্লোগানে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী আবাসন মেলা (রিহ্যাব মেলা)-২০১৭ শেষ হচ্ছে আজ (সোমবার)।

আবাসন মালিকদের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) উদ্যোগে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ মেলার উদ্বোধন করেন।

মেলায় ক্রেতা টানতে বিভিন্ন আবাসন কোম্পানি নানা অফার ঘোষণা করেছে।

rehab

এবারের রিহ্যাব মেলায় ২০০ স্টলে বিভিন্ন আবাসন কোম্পানি তাদের প্রকল্প প্রদর্শন করেছে। রিহ্যাবের সদস্য প্রতিষ্ঠান ছাড়াও ৩০ নির্মাণসামগ্রী ও ১৩ আর্থিক প্রতিষ্ঠান এতে অংশ নেয়।

মেলার প্রথম দিনে দর্শনার্থীদের আগমন কম থাকলেও দ্বিতীয় দিন থেকে ভিড় বাড়তে থাকে।

রোববার চতুর্থ দিন পর্যন্ত মেলায় প্রায় ২০ হাজার দর্শনার্থী প্রবেশ করেন। আজ শেষ দিন রাত ৯টায় প্রবেশ টিকিটের ওপর অনুষ্ঠিত হবে র‌্যাফেল ড্র।

এমএমজেড/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।