এসডিজি অর্জনে ৪শ’ বিলিয়ন ডলার প্রদানের ঘোষণা


প্রকাশিত: ০৩:৪২ পিএম, ১১ জুলাই ২০১৫

ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল ইনিস্টিটিউশন টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে প্রয়োজনীয় সম্পদ সংগ্রহে সহায়তায় আগামী তিন বছরে আরো চারশত বিলিয়ন ডলার প্রদানের পরিকল্পনার কথা ঘোষণা করেছে। আর্থিক ইনস্টিটিউশনগুলো হলো- আফ্রিকান উন্নয়ন ব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক, ইউরোপীয় পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংক, ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক, ইন্টার আফ্রিকান উন্নয়ন ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ এবং আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ)।

ওয়াশিংটন ডিসিতে গতকাল শুক্রবার জারিকৃত এবং শনিবার এখানে প্রাপ্ত আইএমএফ’র এক বিবৃতিতে বলা হয়, আগামী ১৩ থেকে ১৬ জুলাই আদ্দিস আবাবায় অনুষ্ঠিতব্য উন্নয়নের জন্য অর্থায়ন বিষয়ক তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনের আগে এ ঘোষণা দেয়া হয়।

আইএমএফ’র বিবৃতিতে বলা হয়, এসডিজি অর্জনে চ্যালেঞ্জ মোকাবালোর জন্য বেসরকারি এবং পাবলিক সেক্টরের সঙ্গে আরো ঘনিষ্টভাবে কাজ করতে ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল ইনিস্টিটিউশন এবং উন্নয়ন অংশীদার আরো ঘনিষ্টভাবে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেছে।

আরএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।