বিশ্বব্যাংক ও আইএমএফ’র নতুন উদ্যোগ


প্রকাশিত: ০২:১০ পিএম, ১১ জুলাই ২০১৫

উন্নয়নশীল দেশগুলোর করব্যবস্থার উন্নয়নে সহায়তা দিতে শিগগিরই একটি নতুন উদ্যোগ নেবে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।শনিবার আইএমএফ’র এক বিবৃতিতে একথা বলা হয়।

বিবৃতিতে বলা হয়, অনেক নিম্ন আয়ের দেশে তাদের আয়কর আদায় হার অন্তত জিডিপি’র ২ থেকে ৪ শতাংশে উন্নীত করার সম্ভাবনা রয়েছে এবং বাড়তি রাজস্ব আয় উন্নয়নশীল দেশগুলোর আর্থিক ঘাটতি পূরণ এবং উন্নয়ন ত্বরান্বিত করবে।
উন্নয়নশীল দেশগুলোর সম্ভাবনা কাজে লাগাতে বিশ্বব্যাংক ও আইএমএফ শিগগিরই এই নতুন কার্যক্রম চালু করবে।

১৩ থেকে ১৬ জুলাই ইথিওপিয়ার আদ্দিসে অনুষ্ঠিতব্য ‘উন্নয়নের জন্য অর্থায়ন’ শীর্ষক সম্মেলনের প্রাক্কালে এই ঘোষণা দেয়া হলো। রাষ্ট্রপ্রধান, সুশীল সমাজের সংগঠন, বহুপাক্ষিক সংস্থা ও বেসরকারি খাতের প্রতিনিধি সম্মেলনে অংশ নিয়ে টেকসই উন্নয়নের লক্ষ্যসমূহ (এসডিজি’স) পূরণে অর্থায়ন কিভাবে বাড়ানো যায় সে ব্যাপারে আলোচনা করবে।

এসএইচএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।