এবি ব্যাংকের সাড়ে ১২ শতাংশ লভ্যাংশ অনুমোদন
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এবি ব্যাংক লিমিটেডের ১২ দশমিক ৫ শতাংশ বোনাস লভ্যাংশ অনুমোদন হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত কোম্পানির ৩৫তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে এ লভ্যাংশ অনুমোদন হয়। সভায় মোস্তাক আহমদ চৌধুরী, সাজির আহমেদ এবং শিরিন শেখকে পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া সভায় ২০১৬ সালের বার্ষিক প্রতিবেদন এবং নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদন করা হয়।
পরে সকাল ১০টা ২০ মিনিটে একই স্থানে অনুষ্ঠিত হয় ব্যাংকের বিশেষ সাধারণ সভা। এ সভায় ব্যাংকের শেয়ারহোল্ডাররা যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি সাপেক্ষে পূর্ব ঘোষিত ‘বর্তমানে বিদ্যমান প্রতি পাঁচটি শেয়ারের বিপরীতে চারটি রাইট শেয়ার’ এর পরিবর্তে ‘প্রতি তিনটি বিদ্যমান শেয়ারের বিপরীতে দুইটি রাইট শেয়ার’ অভিহিত মূল্য ১০ টাকায় ইস্যুর সিদ্ধান্ত গ্রহণ করেন।
৩৫তম বার্ষিক সাধারণ সভা পরিচালনা করেন ব্যাংক পর্ষদের সহ-সভাপতি সেলিম আহমেদ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক ও ম্যানেজিং ডিরেক্টর মসিউর রহমান চৌধুরী।
এসআই/এএইচ/আইআই