অর্থনীতি সমিতির ২০তম দ্বিবার্ষিক সম্মেলন বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫৯ এএম, ১৯ ডিসেম্বর ২০১৭

বাংলাদেশ অর্থনীতি সমিতির ২০তম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে ২১ ডিসেম্বর। এ সম্মেলন সম্পর্কে বিস্তারিত জানাতে আগামী মঙ্গলবার বাংলাদেশ অর্থনীতি সমিতি মিলনায়তনে (৪/সি, ইস্কাটন গার্ডেন রোড, ঢাকা) এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন ২০তম দ্বিবার্ষিক সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আবুল বারকাতসহ সম্মেলন প্রস্তুটি কমিটির সদস্যরা।

অর্থনীতি সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী । সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক রেহমান সোবহান।

এ ছাড়া ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া ২৩ ডিসেম্বর সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক ড. আশরাফ উদ্দিন চৌধুরী।

তিন দিনব্যাপী সম্মেলনের বৃহস্পতিবার সকাল ১০টায় উদ্বোধনী, ২৩ ডিসেম্বর বেলা ১২টায় সম্মেলনের সমাপনী অনুষ্ঠান এবং বারটি কর্ম অধিবেশনসহ সমিতির কার্যনির্বাহক কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজধানীর কাকরাইল ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এমএ/এনএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।