এক্সিম ব্যাংকের দুই নতুন সেবা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:২৮ এএম, ০৬ ডিসেম্বর ২০১৭

এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড (এক্সিম ব্যাংক) দুটি নতুন ব্যাংকিং সেবা চালু করেছে।

বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠানিকভাবে সেবা দুটি চালু করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া।

সেবা দুটি হল- চিকিৎসা সহায়তা সংক্রান্ত ব্যাংকিং সেবা ‘এক্সিম শেফা’ এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক ‘এক্সিম ওয়ালেট’।

এক্সিম শেফায় আমানতকারী গ্রাহক প্রয়োজনের মুহূর্তে ব্যাংক থেকে বিনিয়োগ সুবিধা এবং এক্সিম ব্যাংক হাসপাতালে মূল্যছাড় পাবেন। অন্যদিকে ব্যাংকের নিজস্ব কর্মকর্তাদের দ্বারা উদ্ভাবিত দেশের প্রথম মোবাইল অ্যাপ ‘এক্সিম ওয়ালেট’দিয়ে ব্যবহারকারীরা যেকোনো মুহূর্তে ফান্ড ট্রান্সফার সুবিধাসহ স্টেটমেন্ট গ্রহণ, ব্যাংকের শাখা ও এটিএম এর অবস্থান জানতে পারবেন।

অনুষ্ঠানে এমডি ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া বলেন, এক্সিম ব্যাংক সবসময়ই গ্রাহকের সুবিধার কথা বিবেচনা করে। এরই ধারাবাহিকতায় স্বাস্থ্যসেবা ত্বরান্বিত করতে এক্সিম শেফা এবং তথ্যপ্রযুক্তিভিত্তিক সেবা এক্সিম ওয়ালেট।

এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এম সিরাজুল ইসলাম, সিরাজুল হক মিয়া, খন্দকার রুমী এহসানুল হক, মো. মুক্তার হোসেন, হুমায়ুন কবির, শাহ মো. আব্দুল বারীসহ এক্সিম ব্যাংক প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এসআই/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।