এবি ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন
এবি ব্যাংক লিমিটেডের ৪০০ কোটি টাকার সাব অর্ডিনেটেড ফ্লোটিং রেট বন্ড অনুমোদন দিয়েছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার অনুষ্ঠিত বিএসইসির ৬১৭তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়। বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি টাকা।
এই বন্ড প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং উচ্চ সম্পদধারী বিনিয়োগকারীদের কাছে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।
বিএসইসি জানিয়েছে, বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ এবি ব্যাংক টায়ার-২ ক্যাপিটাল রিকোয়ারমেন্টের শর্ত পূরণে ব্যবহার করবে।
সাত বছর মেয়াদি বন্ডটি সাত বছরে পূর্ণ অবসায়ন হবে। এর বৈশিষ্ট্য হচ্ছে- নন কনভার্টেবল, সাবঅর্ডিনেটেড, ফ্লাটিং রেট, আনলিস্ট বন্ড।
বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে এমটিবি ক্যাপিটাল লিমিটেড। আর ম্যান্ডাটেড লিড অ্যারেঞ্জার হিসাবে রয়েছে আরএসএ ক্যাপিটাল লিমিটেড।
এমএএস/এসএইচএস/এমএস