নবম বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড পেল সেরা ব্র্যান্ডগুলো

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ২৫ নভেম্বর ২০১৭

দেশের সেরা ব্র্যান্ডগুলোকে পুরস্কৃত করেছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। শনিবার অনুষ্ঠিত হয় বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের নবম আসর। রাজধানীর লা-মেরিডিয়ান ঢাকা হোটেলে বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়।

২০০৮ সাল থেকে শুরু হওয়া এ পুরস্কারে দেশের সর্বাধিক প্রিয় ব্র্যান্ডগুলোকে সম্মাননা জানানো হয়। এটি বাংলাদেশের ব্যবসায়িক সম্প্রদায়ের সাফল্যের স্বীকৃতি এবং ব্র্যান্ড বিল্ডিংয়ে তাদের কৃতিত্ব করার শীর্ষস্থানীয় প্ল্যাটফর্ম। কান্তার মিলওয়ার্ড ব্রাউন দ্বারা দেশব্যাপী ভোক্তা জরিপের ওপর ভিত্তি করে এ বছর ৩৫টি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়।

নবম বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডে সর্বমোট ১০৩টি ব্র্যান্ডকে সম্মানিত করা হয়। প্রতি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ব্র্যান্ডগুলোর প্রতিনিধিদের সম্মাননা পদক দেয়া হয়। পদক পান সেরা দেশীয় ১০ ব্র্যান্ড। এবং সেরা ১০ ব্র্যান্ড এর প্রতিনিধিরা।

সেরা ৩০টি ব্র্যান্ড এর মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করেছে যথাক্রমে গ্রামীণফোন, হরলিকস এবং রূপচাদা। দেশীয় সেরা ১০টি ব্র্যান্ড এর মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করেছে যথাক্রমে ইস্পাহানী মির্জাপুর চা, রাঁধুনী মসলা এবং সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল।

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত নবম বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডে সহযোগিতায় ছিল- ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার, এছাড়া সাহায্য করেছে রিসার্চ পার্টনার কান্তর মিলওয়ার্ড ব্রাউন; ইতিহাদ এয়ার, এয়ারলাইন্স পার্টনারের ভূমিকায়; ইভেন্ট পার্টনার লা-মেরিডিয়ান ঢাকা; নলেজ পার্টনার এমএসবি (মার্কেটারস সোসাইটি অব বাংলাদেশ)। আমরা রয়েছে আইটি পার্টনার; জনসংযোগ পার্টনারের দায়িত্ব পালন করছে মাস্টহেড পিআর। সোশ্যাল মিডিয়া পার্টনার হিসেবে ওয়েবেবল।

এমএ/এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।