ভার্চুয়াল ট্রেডিং : সিএসই-লংকাবাংলা চুক্তি সই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫১ পিএম, ২২ নভেম্বর ২০১৭

ভার্চুয়াল ট্রেডিং সিমিউলেটর চালুর উদ্দেশে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এবং লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। সিএসইর ঢাকা অফিসে চুক্তি সই হয়েছে বলে বুধবার বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানানো হয়, ভার্চুয়াল ট্রেডিং সিমিউলেটর বিনিয়োগকারীদের যথাসময়ে ট্রেডিং এর বিষয়ে প্রকৃত অভিজ্ঞতা প্রদান করবে। ফলে আর্থিক বিষয়ে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি পাবে। সিএসইর পক্ষ থেকে জানানো হয়েছে, এই সিমিউলেটর বাজারে আসা নতুন বিনিয়োগকারীদের বিনিয়োগের আগে যে জ্ঞান ও অবগতির প্রয়োজন সে বিষয়ে সচেতন করবে।

সিএসইর পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার এবং লংকাবাংলার পক্ষে ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন চৌধুরী সমঝোতা স্মারকে সই করেন।

এ সময় উপস্থিত ছিলেন সিএসইর চেয়ারম্যান এ কে আব্দুল মোমেন, সিএসইর ঢাকা অফিসের ডি জিএম মো. গোলাম ফারুক, ডিজিএম ও আইটি বিভাগের প্রধান হাসনাইন বারি, লংকাবাংলা সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার সাফাত রেজা ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা মো. মুইনুল ইসলাম প্রমুখ।

এমএএস/এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।