সপ্তাহে লেনদেনের শীর্ষে অলিম্পিক এক্সেসরিজ


প্রকাশিত: ১১:১৪ এএম, ০৩ জুলাই ২০১৫

মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই অস্বাভাবিক ভাবে বাড়ছে পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি অলিম্পিক এক্সেসরিজ লিমিটেডের শেয়ার দর। ফলে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে স্থানে প্রতিষ্ঠানটির শেয়ার।

ডিএসই’র তথ্য অনুযায়ী, আলোচিত সপ্তাহে এই কোম্পানির শেয়ার দর ৪৮ টাকা ৪০ পয়সা থেকে ৬৪ টাকা ৭০ পয়সায় গিয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ সপ্তাহে শেয়ারটির দর বেড়েছে ১৬ টাকা ৩০ পয়সা। সপ্তাহে অলিম্পিক এক্সেসরিজের মোট ১ কোটি ২৫ লাখ ৯০ হাজার ৪০৩টি শেয়ার ৭১ কোটি ১৭ লাখ ৭৯ হাজার টাকায় লেনদেন হয়ে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে।

উল্লেখ্য সম্প্রতি অলিম্পিক এক্সেসরিজের শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে নোটিস পাঠায় ঢাকা স্টক এক্সচেঞ্জ। এর জবাবে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য তাদের কাছে নেই। অর্থাৎ কারণ ছাড়াই বাড়ছে অলিম্পিক এক্সেসরিজের শেয়ার দর।

লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো ফার্মার ৯৮ লাখ ৯৮ হাজার ৩০২টি শেয়ার ৬১ কোটি ৯০ লাখ ৮০ হাজার টাকায় লেনদেন হয়েছে। লেনদেনে তৃতীয় স্থানে থাকা লাফার্জ সুরমা সিমেন্টে সপ্তাহজুড়ে ৫৩ লাখ ২৮ হাজার ৯৮৪টি শেয়ার ৬১ কোটি ৭২ লাখ ৪ হাজার টাকায় লেনদেনর করেছে।

এছাড়া লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-স্কায়ার ফার্মার লেনদেন হয়েছে ৫৯ কোটি ৫২ লাখ টাকা , গ্রামীণফোনের ৫৭ কোটি ৭১ লাখ টাকা, বেক্সিমকো ৫৬ কোটি ৮৪ লাখ টাকা, এএফসি এগ্রো বায়াটেক লিমিটেডের ৪৮ কোটি ১০ লাখ টাকা, ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) ৪৭ কোটি ১৭ লাখ টাকা, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ইউপিজিডিসিএল) ৪৩ কোটি ৯৫ লাখ টাকা এবং খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের ৪১ কোটি ৯১ লাখ টাকার লেনদেন হয়েছে।

এসআই/এসএইচএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।