১১০ দেশে ওষুধ রফতানি হয়েছে : বাণিজ্যমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:০৬ পিএম, ১৯ নভেম্বর ২০১৭
ফাইল ছবি

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ২০১৬-১৭ অর্থবছরে ১১০টি দেশে বাংলাদেশের তৈরি ওষুধ রফতানি হয়েছে। রোববার জাতীয় সংসদে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ওষুধ রফতানির উল্লেখযোগ্য দেশগুলো হলো- সংযুক্ত আরব আমিরাত, আফগানিস্তান, আরমানিয়া অস্ট্রেলিয়া, আজারবাইন, বসনিয়া, বেলজিয়াম, বুকিনাফাসু, বুরুন্ডি, স্টেন্ট বার্থলেমি, ব্রাজিল, ভুটান, বোসতানা, বেলিজ, কানাডা, কঙ্গো, সুইজারল্যান্ড, কোড ডি আইভেরি, চিলি, ক্যামেরুন, চিন, কলোম্বিয়া, কোস্টারিকা, জার্মানি, ডেনমার্ক, ডোমিনিকা, ডোমিনিকান রিপাবলিক, ইকুয়েডর, ইথিওপিয়া।

এছাড়া ফিজি, ফ্যালকন, আইল্যান্ড, ফ্রান্স, যুক্তরাজ্য, জার্জিয়া, ঘানা, ঘিনি, গুয়েতেমালা, হংকং, হন্ডুরাস, ইন্দোনেশিয়া, ইসরায়েল, ভারত, ইরাক, ইরান, ইতালি, জ্যামাইকা, জর্ডান, কেনিয়া, কম্বোডিয়া, কোরিয়া, লাউস, লেবানন, শ্রীলংঙ্কা, লেসোথা, লিবিয়া, মরক্বো, মালাদোভা, ম্যাসেডোনিয়া, মালি, মিয়ানমার, মঙ্গোলিয়া, মেকাও, মরিশাস, মালদ্বীপ, মেক্সিকো, মালয়েশিয়া, মোজাম্বিক, নাইজেরিয়া, নিকারাগুয়া, নেদারল্যান্ডস, নেপাল, ওমান, পানামা, পেরু, পাপুয়া নিউ গিনি।

ফিলিপাইন, পাকিস্তান, পালাউ, রোমানিয়া, রোয়ান্ডা, সৌদি আরব, সলোমান, আইল্যান্ড, সুদান, সিঙ্গাপুর, স্লোভেনিয়া, সিয়েরা লিওন, সেনেগাল, সোমালিয়া, সুরিনাম, চাদ থাইল্যান্ড, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, তিউনেশিয়া, তুরস্ক, তাইওয়ান তাঞ্জানিয়া, উগান্ডা, যুক্তরাষ্ট্র, উজবেকিস্তান, ভিয়েতনাম, ইয়েমেন, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে।

এইচএস/এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।