আয়কর দিলেন অর্থমন্ত্রী

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩:৩৫ এএম, ১৬ নভেম্বর ২০১৭

চলতি বছরে অনলাইনে রিটার্ন দাখিল ও আয়কর প্রদান করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গত অর্থবছরে সচিবালয়ে প্রথমবারের মতো অর্থমন্ত্রী অনলাইনে রিটার্ন দাখিল ও আয়কর প্রদান করেন।

সম্প্রতি সচিবালয়ে অর্থমন্ত্রীর হাতে মন্ত্রীর ইনকাম ট্যাক্স আইডি কার্ড বা আয়কর পরিচয়পত্র প্রদান করা হয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে। অর্থমন্ত্রী কর অঞ্চল ৮ এর করদাতা। গত বছর তিনি এক কোটি ৯৮ লাখ টাকা নিট সম্পদের বিপরীতে দুই লাখ ১২ হাজার ৬১১ টাকা আয়কর দিয়েছেন।

এমআরএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।