নির্বাহী পরিচালক হলেন হুমায়ুন কবীর
কারেন্সি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এর মহাব্যবস্থাপক মো. হুমায়ূন কবীরকে নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে সোমবার একথা জানিয়েছে। তাকে বাংলাদেশ ব্যাংক এর প্রধান কার্যালয়ে বহাল করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসহ স্নাতক এবং ১ম শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রিধারী হুমায়ূন কবীর ১৯৮৪ সনে ১ম শ্রেণির কর্মকর্তা হিসাবে কেন্দ্রীয় ব্যাংক-এ যোগদান করেন। চাকুরীকালীন সময়ে ১৯৯৮ সালে বাংলাদেশ ব্যাংক এর বৃত্তি নিয়ে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নিউ অরলিন্স থেকে কৃতিত্বের সঙ্গে এমবিএ (ফাইনান্স) ডিগ্রি অর্জন করেন।
দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময়ের চাকরি জীবনে তিনি হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট, ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ, বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগ, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি, ব্যাংক পরিদর্শন বিভাগ এবং সর্বশেষ কারেন্সি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টসহ ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।
এছাড়া গাজীপুরস্থ ‘সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ লি.’ তথা টাকশাল এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও তিনি নিয়োজিত ছিলেন। পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা, সিংগাপুর, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত ও ভুটান সফর করেন।
হুমায়ূন কবীর কুমিল্লা জেলার বরুড়া থানার অন্তর্গত আড্ডা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের হযরত মাওলানা মো. আলী আহমেদ এর বড় ছেলে।
এসএ/এসএইচএস/আরআইপি