শ্রীলঙ্কায় চাল রফতানির সিদ্ধান্ত


প্রকাশিত: ১১:০৯ এএম, ১৮ সেপ্টেম্বর ২০১৪

শ্রীলঙ্কায় ৫০ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল রফতানির প্রস্তাব অনুমোদন করেছে সরকার। বৃহস্পতিবার ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বাংলাদেশ প্রতি বছর স্বল্প পরিমাণে সুগন্ধি চাল রফতানি করলেও বড় পরিসরে সিদ্ধ চাল রফতানি এই প্রথম।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, দেশে বর্তমানে ১১ লাখ মেট্রিক টন চালের মজুদ আছে। শ্রীলঙ্কা বন্ধুপ্রতীম দেশ। আমরা ‘টেস্ট কেইস’ হিসাবে এটা নিলাম।

আন্তর্জাতিক বাজারের দর মাথায় রেখে দুই দেশের সরকারি পর্যায়ে আলোচনা করে এই ৫০ হাজার মেট্রিক টন চালের দাম ঠিক করা হবে বলে অর্থমন্ত্রী জানান।

অন্যদের মধ্যে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও রেলমন্ত্রী মুজিবুল হক এই বৈঠকে অংশ নেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।