বেসিক ব্যাংকের নতুন এমডি আউয়াল খান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৯ পিএম, ২৩ অক্টোবর ২০১৭

সরকারের মালিকানাধীন বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পেলেন মুহাম্মদ আউয়াল খান। তিনি তিন বছরের জন্য এ পদে নিয়োগ পেয়েছেন। মুহাম্মদ আউয়াল খান এর আগে বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন।

বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সম্মেলন শেষে দেশে ফিরে সোমবার বিকেলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মুহাম্মদ আাউয়াল খানের নিয়োগপত্রে স্বাক্ষর করেন বলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে তিনজনের একটি প্যানেল তৈরি করা হয়। এই তিনজনের মধ্য থেকে তাকে নিয়োগ দেয়া হয়।

সূত্র জানায়, মুহাম্মদ আউয়াল খান ২০১৬ সালের ১৪ নভেম্বর বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যস্থাপনা পরিচালকের পদে যোগ দেন। তিনি চলতি বছরের আগস্টে অবসরজনিত ছুটিতে যান। মুহাম্মদ আউয়াল খান বেসিক ব্যাংকের বর্তমান চেয়ারম্যান খন্দকার মুহাম্মদ ইকবালের স্থলাভিষিক্ত হলেন।

এমইউএইচ/একে/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।