১ নভেম্বর শুরু জাতীয় আয়কর মেলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫৬ এএম, ২০ অক্টোবর ২০১৭

রাজধানীসহ সারা দেশে ১ নভেম্বর শুরু হচ্ছে জাতীয় আয়কর মেলা। বিভাগীয় শহরগুলোতে এ মেলা চলবে ৭ নভেম্বর পর্যন্ত। আর জেলা শহরে চার দিন এবং উপজেলা শহরে দুই দিন অনুষ্ঠিত হবে এ মেলা।

মেলা শেষে ৮ নভেম্বর সেরা করদাতাদের সম্মাননা দেবে এনবিআর।

আয়কর মেলার পর ২২ নভেম্বর শুরু হবে কর সপ্তাহ এবং ৩০ নভেম্বর পালিত হবে জাতীয় আয়কর দিবস। ওই তারিখ পর্যন্ত আয়কর রিটার্ন জমা দেয়া যাবে। তবে এরপর উপ-কর কমিশনারের কাছে সময় বৃদ্ধির আবেদন এবং জরিমানা দিয়ে রিটার্ন জমা দেয়া যাবে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এবার প্রথমবারের মতো বেসরকারি চাকরিজীবীদের আয়কর রিটার্ন জমা বাধ্যতামূলক করা হয়েছে। করযোগ্য আয় থাকুক, না-ই থাকুক, তাদের রিটার্ন জমা দিতেই হবে। অন্যথায় ওই চাকরিজীবীকে দেয়া বেতন-ভাতাকে প্রতিষ্ঠানের খরচ হিসেবে দেখানো যাবে না।

অপরদিকে সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত চাকরিজীবীদের বেতন-ভাতা ১৬ হাজার টাকার বেশি হলে তাদেরও আয়কর রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছে।

এমইউএইচ/এমএমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।