ইউনাইটেড ফাইন্যান্সের আয় কমেছে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫৭ পিএম, ১৯ অক্টোবর ২০১৭

চলতি বছর ২০১৭ সালের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-সেপ্টেম্বর’১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড।

এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) আগের বছরের তুলনায় কমেছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভায় এ প্রতিবেদন অনুমোদন করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এ বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর সময়ে ৯ মাসে ইপিএস হয়েছে ১ টাকা ১ পয়সা। গত বছর একই সময়ে এটি ছিল ১ টাকা ১৯ পয়সা। এদিকে ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৬ টাকা ৫২ পয়সা।

এসআই/ওআর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।