শেয়ার কিনবেন ঢাকা ব্যাংকের পরিচালক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০৬ এএম, ১৫ অক্টোবর ২০১৭

ঢাকা ব্যাংকের পরিচালক রোকসানা জামান ব্যাংকটির শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ডিএসই জানিয়েছে, রোকসানা জামান ঢাকা ব্যাংকের দুই লাখ শেয়ার কিনবেন। আগামী ৩১ অক্টোবরের মধ্যে পাবলিক মার্কেট থেক বিদ্যমান বাজার দরে তিনি এ শেয়ার কিনবেন।

কোম্পানিটির সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথমার্ধ (জানুয়ারি-জুন) শেষে ঢাকা ব্যাংকের মুনাফা হয়েছে ৫৯ কোটি ৫১ লাখ টাকা। এর মধ্যে এপ্রিল-জুন প্রান্তিকে মুনাফা হয়েছে ১৮ কোটি ২৩ লাখ টাকা। আর জানুয়ারি-মার্চ প্রান্তিকে মুনাফা হয় ৪১ কোটি ২৮ লাখ টাকা।

ডিএসইর তথ্য অনুযায়ী, ঢাকা ব্যাংকের মোট শেয়ারের ৩৯ দশমিক ৫২ শতাংশ রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ৩৬ দশমিক ২০ শতাংশ শেয়ার।

আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৪ দশমকি ১৪ শতাংশ এবং বিদেশি বিনিয়োগকারীদের কাছে দশমিক ১৪ শতাংশ শেয়ার আছে।

এমএএস/বিএ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।