বিশ্বব্যাংক-আইএমএফের সভায় যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন মুহিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:০৮ পিএম, ০৪ অক্টোবর ২০১৭
ফাইল ছবি

বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সভায় যোগ দিতে ১৮ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে রওনা দেবেন তিনি। বুধবার অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অর্থমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিভিন্ন গুরুত্বপূর্ণ সভায় অংশগ্রহণ করবেন। এসব সভায় বিশ্ব অর্থনীতির বর্তমান অবস্থা নিয়ে আলোচনা হবে। সভায় বিশ্বব্যাংক ও আইএমএফ সদস্য দেশগুলোর অর্থমন্ত্রী ছাড়াও উচ্চপর্যায়ের কর্মকর্তারা অংশ নেবেন।

এছাড়া মুহিত নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল কনক্লেভ অন ‘জার্নি অব বাংলাদেশ ফর্ম এমডিজি টু এসডিজিস’ সভায় যোগদান করবেন। পাশাপাশি ইউএন সেক্রেটারি জেনারেল মি. অনটোনিও গুটেরেস এবং ইউএন ডিএইচআরএলএলএস এর প্রতিনিধি মি. ফেকিটামইলো কাটোয়া এর সঙ্গে পৃথক বৈঠক করবেন।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব কাজী শফিকুল আজম এবং অর্থ বিভাগের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন। আগামী ২২ অক্টোবর ঢাকায় ফেরার কথা রয়েছে অর্থমন্ত্রীর।

এমইউএইচ/ওআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।