নতুন ভারপ্রাপ্ত অর্থসচিব মুসলিম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪৩ এএম, ০৩ অক্টোবর ২০১৭

অর্থ বিভাগের ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন একই বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী। মুসলিম চৌধুরীকে এই নিয়োগ দিয়ে মঙ্গলবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি বিসিএস ১৯৮৪ ব্যাচের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডারের কর্মকর্তা।

তিনি অর্থ বিভাগের জ্যেষ্ঠ সচিব হেদায়েতুল্লাহ আল মামুনের স্থলাভিষিক্ত হবেন। আগামী ৪ অক্টোবর অবসরে যাবেন হেদায়েতুল্লাহ আল মামুন।

অবসরে যাওয়ার সুবিধার্থে মামুনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারি ও বেসরকারি অংশিদারিত্ব (পিপিপি) নীতিমালার প্রবক্তা মুসলিম চৌধুরী। এছাড়া অর্থ বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ আইনেরও প্রবক্তা তিনি।

মুসলিম চৌধুরীকে অর্থ বিভাগরে ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দেয়ায় অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা তাকে অভিন্দন জানান এবং আনন্দ প্রকাশ করেন।

আরএমএম/এমইউএইচ/এআরএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।