বেড়েছে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর


প্রকাশিত: ১০:২০ এএম, ১৭ জুন ২০১৫

সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার দেশের উভয় পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়, যা শেষ পর্যন্ত অব্যাহত থাকে। দিনশেষে উভয় পুঁজিবাজারে বেড়েছে সব ধরণের সূচক ও টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। বেড়েছে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর।

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অঙ্কের লেনদেন হয়েছে ৪৪৭ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। যা গত দিনের চেয়ে ৩৭ কোটি টাকা বেশি। গত কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল ৪১০ কোটি টাকা।

বুধবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২০ পয়েন্ট বেড়ে চার হাজার ৫২৭ পয়েন্টে অবস্থান করছে, শরীয়া সূচক ডিএসইএস সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০৪ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৪৬ পয়েন্টে অবস্থান করছে।

এদিন মোট ৩১৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ২০০টির দাম বেড়েছে, কমেছে ৮৫টির আর অপরিবর্তিত রয়েছে ৩১টি প্রতিষ্ঠানের শেয়ারের দর।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৪৫ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪৬৯ পয়েন্টে অবস্থান করছে। এদিন মোট ২২৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৫টির, কমেছে ৫৬টির আর অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪৩ কোটি ৯৬ লাখ টাকা।

এসআই/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।