৯৬ সালের মত বিদেশি বিনিয়োগকারী চায় না বিএসইসি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০১ এএম, ২০ সেপ্টেম্বর ২০১৭

১৯৯৬ সালের মত দেশের শেয়ারবাজার থেকে বিদেশি বিনিয়োগকারীরা যাতে সরে যেতে না পারেন, সেজন্য তাদের জবাবদিহিতার আওতায় আনতে বলেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক খায়রুল হোসেন।

বুধবার রাজধানীর একটি হোটেলে ‘ফাইন্যান্সিয়াল লিটারেসি’ শীর্ষক কর্মশালায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।

বিএসইসির চেয়ারম্যান বলেন, এক সময় শেয়ারবাজরের লেনদেনে বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ ছিল এক শতাংশের মত। বর্তমানে বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ ৫ শতাংশের উপরে। কিন্তু প্রতিবেশী দেশ ভারতে এর হার অনেক বেশি। সুতরাং প্রণোদনা দিয়ে বিদেশি বিনিয়োগকারীদের আনা যায়। তবে এ ক্ষেত্রে তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। যাতে আনার পর ১৯৯৬ সালের মত সরে যেতে না পারে।

যে দেশের পুঁজিবাজার যত বড় সেই দেশের অর্থনীতি তত বড় উল্লেখ করে তিনি বলেন, আমাদের মার্কেটের সাইজ বেড়েছে; তবে অর্থনীতি যেভাবে বেড়েছে সেই হারে পুঁজিবাজার বাড়েনি। তাই আমাদের মার্কেট বড় করার সুযোগ রয়েছে।

২০১০-১১ সালের ভয়াবহ দরপতনের প্রেক্ষাপতে বিএসইসিতে যোগদান করেন উল্লেখ করে তিনি বলেন, ডিমিচ্যুয়ালাইজেশন সহ বিভিন্ন কাঠামোগত পরিবর্তনের কারণে দেশী-বিদেশি সব ধরনের বিনিয়োগকারীদের বাজারের ওপর আস্থা বেড়েছে। তবে বিনিয়োগকারীদের চেতনা ফিরে আসেনি। বিনিয়োগকারীদের চেতনা ফিরে না আসলে বাজার ভাল হবে না। আর চেতনা ফেরাতে হলে বাজারে তারল্য সরবারহ শুধু বাড়ালে হবে না, কোম্পানি সম্পর্কে বোঝার ক্ষমতা থাকতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, পুঁজিবাজার উন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। পুঁজিবাজার পরিচালনার ক্ষেত্রে যেসব আইন ও ধারা বাধা সৃষ্টি করছে তা সরিয়ে ফেলতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন, পুঁজিবাজার সংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) সভাপতি হাসান ইমাম রুবেল, সাধারণ সম্পাদক মনির হোসেন প্রমুখ।

এসআই/এসআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।