কানাডায় বেক্সিমকো ফার্মার ওষুধ রফতানি শুরু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক ঢাকা
প্রকাশিত: ১০:২৭ এএম, ১৭ সেপ্টেম্বর ২০১৭

প্রথম বাংলাদেশি কোম্পানি হিসেবে কানাডায় ওষুধ রফতানি শুরু করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। রোববার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

চোখের এলার্জির ওষুধ ওলোপটাডিন রফতানির মাধ্যমে কানাডার বাজারে প্রবেশ করল বেক্সিমকো। এর আগে গত অর্থবছর ওলোপটাডিন (০.১% সলিউশন) হেলথ কানাডার অনুমোদন পায়।

ইন্টারকন্টিনেন্টাল মার্কেটিং সার্ভিসেসের (আইএমএস) তথ্য অনুযায়ী, কানাডায় ওলোপটাডিনের বাজার ১৪ মিলিয়ন ইউএস ডলারের। রফতানির প্রথম চালানটি ১৬ সেপ্টেম্বর হস্তান্তর করা হয়। কানাডায় ওষুধটি বাজারজাত করবে কোম্পানির কানাডিয়ান পার্টনার।

কোম্পানিটি আশা করছে হেলথ কানাডা কর্তৃক ২০১৮ সালের প্রথম প্রান্তিকে দ্বিতীয় পণ্য বাজারজাতকরণের অনুমোদন পাবে। এছাড়াও আরও বেশ কয়েকটি ওষুধ কানাডায় রফতানির জন্য বেক্সিমকোর আর অ্যান্ড ডি পাইপলাইনে রয়েছে।

কানাডায় ওষুধ রফতানি প্রসংগে বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান বলেন, যুক্তরাষ্ট্রের পর কানাডার বাজারে প্রবেশ উত্তর আমেরিকায় আমাদের অবস্থানকে আরও শক্তিশালী করবে। বাংলাদেশে তৈরি কোনো ওষুধ, বিশেষত অফথালমিক পণ্য প্রথম কানাডায় রফতানি হচ্ছে, এটা দেশের জন্য গর্বের। উত্তর আমেরিকায় অফথালমিক ওষুধের রফতানি স্পেশালাইজড জেনেরিক প্রোডাক্ট উৎপাদনে আমাদের সক্ষমতারই বহিঃপ্রকাশ। আন্তর্জাতিক বাজারে, বিশেষত উন্নত দেশগুলোতে শক্ত অবস্থান তৈরিতে এ প্রয়াস অব্যহত থাকবে। বেক্সিমকো ফার্মার বিশ্বের ৫০টিরও বেশি দেশে বর্তমানে ওষুধ রফতানি করছে।

এসআই/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।