মূল্যস্ফীতি কিছুটা কমেছে
মূল্যস্ফীতি মে মাসে কিছুটা কমেছে। পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৬ দশমিক ১৯ শতাংশ। যা আগের মাসে ছিলো ৬ দশমিক ৩২ শতাংশ। তবে বেড়েছে খাদ্য বহির্ভূত পণ্যের মূল্য।
বুধবার পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল মিট দ্য প্রেসে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হালনাগাদ তথ্য তুলে ধরে এ তথ্য জানান।
তিনি বলেন, এপ্রিল মাসে খাদ্যপণ্যে মূল্যস্ফীতির হার ছিল ৬ দশমিক ৪৮ শতাংশ। মে মাসে মূল্যস্ফীতির হার কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ২৩ শতাংশ। একই সময় খাদ্য বহির্ভূত পণ্যে এপ্রিল মাসে মূল্যস্ফীতির হার ছিল ৬ দশমিক ০৮ শতাংশ। মে মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ১৪ শতাংশে।
তবে এ সময় সাধারণ মূল্যস্ফীতির হার কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ১৯ শতাংশে। যা এপ্রিল মাসে ছিল ৬ দশমিক ৩২ শতাংশ।
পরিকল্পনা মন্ত্রী আরো বলেন, বাজেটে আমরা মূল্যস্ফীতির হার ৬ দশমিক ২ শতাংশ নির্ধারণ করেছি। মূল্যস্ফীতি তার মধ্যে রাখতে সক্ষম হয়েছি। আশা করি আগামী মাসেও মূল্যস্ফীতির হার বাড়বে না।
এসএ/এএইচ/এমএস/এসআরজে