শুরু হলো রিহ্যাবের আবাসন মেলা


প্রকাশিত: ১১:৫৫ এএম, ০৯ জুন ২০১৫

চার দিনব্যাপী আবাসন খাতের সবচেয়ে বড় মেলা রিহ্যাব সামার ফেয়ার-২০১৫ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলা শুরু হয়। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর আয়োজনে এ মেলা চলবে ১২ জুন পর্যন্ত। সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

এবারের মেলায় দেড় শতাধিক আবাসন স্টলের পাশাপাশি ২৮টি ভবন তৈরির উপকরণ সরবরাহকারী ও আর্থিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। মেলার কো-স্পন্সর হিসেবে থাকছে আরো ১১টি প্রতিষ্ঠান। মেলায় প্রবেশ টিকিট সিঙ্গেল এন্ট্রি ৫০ টাকা ও মাল্টিপল এন্ট্রি ১০০ টাকা। তবে মাল্টিপল টিকিট দিয়ে দর্শনার্থীরা মোট চারবার প্রবেশ করতে পারবেন।

মেলা সম্পর্কে রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিন বলেন, এবারের মেলা নিয়ে আমাদের প্রত্যাশা অনেক বেশি। বাজেটে ফ্ল্যাট কেনার ক্ষেত্রে মূল্য সংযোজন কর (মূসক) ছাড় দেওয়া হয়েছে। আমরা আশা করছি, এবারের মেলায় অনেক দর্শনার্থীর সমাগম ঘটবে।

এসএ/আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।