প্রাণ-এর সহায়তায় বিদ্যানন্দের এক টাকায় আহার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯:২৩ এএম, ২৮ আগস্ট ২০১৭

পথশিশুদের জন্য বিদ্যানন্দ ফাউন্ডেশনের এক টাকায় আহার কর্মসূচিতে সহায়তা করেছে প্রাণ ড্রিংকিং ওয়াটার। গত শুক্রবার কমলাপুর ও বিমানবন্দর রেল স্টেশনে বিপুল সংখ্যক পথশিশু প্রাণ ড্রিংকিং ওয়াটারের আয়োজনে দুপুরের আহারে অংশ নেয়।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ফারুক আহমেদ ও প্রাণ বেভারেজ লিমিটেডের ব্র্যান্ড ম্যানেজার আবদুল্লাহ আল জাবেরসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

RFL

এর আগে, গত ১০ মার্চ সুবিধাবঞ্চিত পথশিশুদের সহযোগিতার জন্য প্রাণ ড্রিংকিং ওয়াটার আয়োজনে করে ‘ওয়াকাথন’ প্রতিযোগিতা। রাজধানীর হাতিরঝিলে ৫ কিলোমিটারব্যাপী এ হাঁটা প্রতিযোগিতায় প্রায় দুই হাজার মানুষ অংশগ্রহণ করেন। এর অংশ হিসেবে আহার কর্মসূচির আয়োজন করা হয়।

এআরএস/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।