বৈদেশিক লেনদেনে সহায়তা দিতে এইচএসবিসির মোবাইল অ্যাপ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫:৫৪ এএম, ১৭ আগস্ট ২০১৭

বৈদেশিক বাণিজ্যের লেনদেনের তাৎক্ষণিক সহায়তা করতে মোবাইল অ্যাপ চালু করেছে বিদেশি বাণিজ্যিক ব্যাংক দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন (এইচএসবিসি বাংলাদেশ) লিমিটেড। এশিয়া-প্রশান্ত অঞ্চলের মধ্যে সর্বপ্রথম বাংলাদেশেই এই নতুন প্রযুক্তি চালু করল এইচএসবিসি।

বুধবার অ্যাপটির উদ্বোধন করেন এইচএসবিসি এশিয়া-প্রশান্ত অঞ্চলের ট্রেড প্রধান অজয় শর্মা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ব্যাংকটি জানায়, এইচএসবিসি-নেট ট্রেড ট্র্যানজেকশন ট্রাকার এমনই একটি অ্যাপলিকেশন, যার মাধ্যমে গ্রাহক তাৎক্ষণিকভাবে স্মার্টফোনের মাধ্যমে ডকুমেন্টারি ক্রেডিট ও বিশ্বব্যপাী বিভিন্ন দেশে যে ব্যবসায়িক পেমেন্ট ও কালেকশন করছে তা দেখতে পাবেন।

জানানো হয়, এইচএসবিসি-নেট পুরস্কারপ্রাপ্ত একটি ওয়েবনির্ভর অ্যাপলিকেশন, যা ব্যাংকের বাণিজ্যিক গ্রাহকদের খুব সহজে পেমেন্ট নির্দেশ ও ট্রেড প্রসেসিং, দৈনন্দিন ট্রেসারি ও অন্যান্য কিছু ব্যাংকিং সুবিধা হাতের নাগালে এনে দিল।

আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।