আগামী বছর ৫৫ ডলারে থাকবে জ্বালানি তেলের দাম

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪:০০ এএম, ০৩ আগস্ট ২০১৭

যুক্তরাষ্ট্রের শেল তেল উৎপাদন বাড়ার ফলে আগামী বছর জ্বালানি তেলের দাম ৪৫-৫৫ ডলারের মধ্যে থাকবে। ব্রিটিশ জ্বালানি কম্পানির (বিপি) প্রধান অর্থ কর্মকর্তা ব্রিয়ান গিলভারি রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এমন আশা প্রকাশ করেছেন।

তিনি বলেছেন, বৈশ্বিক চাহিদা কিছুটা শক্তিশালী মনে হচ্ছে। এর পরও তেলের বর্তমান দরই আগামীতে একটু বাড়বে-কমবে। বছরের দ্বিতীয়ভাগে তেলের চাহিদা বাড়বে দৈনিক ১.৪ থেকে ১.৫ মিলিয়ন ব্যারেল।

ব্রিয়ান গিলভারি জানান, বছরের প্রথমভাগে ব্রেন্ট অশোধিত তেলের দাম ছিল গড়ে ৫১.৭১ ডলার। বর্তমানে ব্যারেলপ্রতি দাম ৫৩ ডলারের নিচে।

২০১৬ সালে বিশ্বব্যাপী তেলের চাহিদা ছিল দৈনিক প্রায় ৯৫ মিলিয়ন ব্যারেল। বিপি মনে করে, যুক্তরাষ্ট্রের শেল উৎপাদন বাড়ায় তেলের দাম বাড়ার সুযোগ নেই। ফলে ব্রেন্ট তেলের বর্তমান দামই ২০১৮ সালে অপরিবর্তিত থাকবে।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।