শেয়ার কিনবেন ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স ও প্রাইম ব্যাংকের উদ্যোক্তা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০৪ এএম, ২০ জুলাই ২০১৭

 

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স এবং প্রাইম ব্যাংকের একজন করে উদ্যোক্তা পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। 

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তারা পাবলিক মার্কেট অথবা ব্লক মার্কেট থেকে এই শেয়ার কিনবেন বলে বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে তথ্য প্রকাশ করা হয়েছে।

ডিএসই জানিয়েছে, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের উদ্যোক্তা পরিচালক নিজাম উদ্দিন আহমেদ প্রতিষ্ঠানটির ৮৬ হাজার শেয়ার কিনবেন। বিদ্যমান বাজার দরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তিনি পাবলিক মার্কেট থেকে এ পরিমাণ শেয়ার কিনবেন।

অপরদিকে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা পরিচালক মেরিনা ইয়াসমিন চৌধুরী ৯ লাখ শেয়ার কিনবেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বিদ্যমান বাজার দরে পাবলিক অথবা ব্লক মার্কেট থেকে তিনি এই শেয়ার কিনবেন বলে জানিয়েছে ডিএসই।

এমএএস/এমএমজেড/এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।