শেয়ারবাজারে বড় দরপতন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৮ এএম, ১৯ জুলাই ২০১৭

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বড় দরপতন হয়েছে। এ নিয়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে টানা তিন কার্যদিবস দরপতন ঘটলো। আর সিএসইতে শেষ তিন কার্যদিবসের মধ্যে দুই কার্যদিবস দরপতন হলো।

বুধবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় কমেছে ৪৩ পয়েন্ট। আর সিএসইর সার্বিক মূল্য সূচক সিএসসিএক্স কমেছে ৭৮ পয়েন্ট। তবে মূল্য সূচক কমলেও উভয় বাজারে লেনদেনের পরিমাণ বেড়েছে। ডিএসইতে লেনদেন বেড়েছে ১০৭ কোটি টাকার ওপরে। আর সিএসইতে লেনদেন বেড়েছে ১৮ কোটি টাকার ওপরে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, বুধবার মূল্য সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। লেনদেনের প্রথম আধাঘণ্টায় ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৯ পয়েন্ট বেড়ে যায়।

তবে এর পরেই ঋণাত্মক হয়ে পড়ে মূল্য সূচক। লেনদেনের শেষ পর্যন্ত সূচকের নিম্নমুখী প্রবণতা অব্যাহত থাকে। দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪৩ পয়েন্ট কমে ৫ হাজার ৭৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের দিন এ সূচকটি কমেছিল ৫ পয়েন্ট এবং তার আগের দিন কমেছিল ২০ পয়েন্ট।

প্রধান মূল্য সূচকের পাশাপাশি বুধবার কমেছে ডিএসইর অপর দুই সূচক। ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১২ পয়েন্ট কমে ২ হাজার ১২১ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই শরিহ্ সূচক ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩১৪ পয়েন্টে।

ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৬৯ কোটি ৫৮ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৯৬২ কোটি ২২ লাখ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ১০৭ কোটি ৩৬ লাখ টাকা।

ডিএসইতে লেনদেন হওয়া ২২৩টি বা ৬৮ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম আগের দিনের তুলনায় কমেছে। অপরদিকে দাম বেড়েছে ৮৬টির বা ২৬ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ২১টির বা ৬ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার দাম।

টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ডরিন পাওয়ারের শেয়ার। এদিন কোম্পানির ৪৪ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা ইফাদ অটোস’র ৪৩ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৩৮ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে আরএকে সিরামিক।

লেনদেনে এরপর রয়েছে- এসপিসিএল, ইউনিক হোটেল, কনফিডেন্স সিমেন্ট, মার্কেন্টাইল ব্যাংক, কেয়া কসমেটিক, গ্রামীণ ফোন এবং লংকাবাংলা ফাইন্যান্স।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৭৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০ হাজার ৮৩৮ পয়েন্টে। বাজারটিতে লেনদেন হয়েছে ৭১ কোটি ১৪ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৫৩ কোটি ৩ লাখ টাকা।

বুধবার সিএসইতে লেনদেন হওয়া ২৬৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ৬৩টির দাম বেড়েছে। অপর দিকে দাম কমেছে ১৮৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির দাম।

এমএএস/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।