সোনালী ব্যাংকের নতুন ডিএমডি শওকত ইসলাম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩০ পিএম, ১৬ জুলাই ২০১৭

সোনালী ব্যাংক লিমিটেডের নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদে পদোন্নতি পেয়ে যোগদান করেছেন মো. শওকত ইসলাম।

রোববার সোনালী ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

ব্যাংকটি জানায়, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সরকারি আদেশ বলে গত মঙ্গলবার (১১ জুলাই) অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক পদ থেকে তাকে পদোন্নতি দেয়া হয়। এর আগে শওকত ইসলাম অগ্রণী ব্যাংকের মাঠপর্যায়ে শাখা ব্যবস্থাপক, একাধিক কর্পোরেট শাখার শাখা প্রধানের দায়িত্ব পালন করেন।

এছাড়া মহাব্যবস্থাপক হিসেবে তিনি প্রধান শাখা, চট্টগ্রাম সার্কেল, ফরিদপুর সার্কেল, খুলনা সার্কেল, ময়মনসিংহ সার্কেল, বরিশাল সার্কেল, ক্রেডিট, এস্টাবলিস্টমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিভিশন, প্রকিউরমেন্ট অ্যান্ড কমন সার্ভিসেস ডিভিশন এবং সর্বশেষ ঢাকা, সার্কেল-১ এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৮৬ সালে ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির মাধ্যমে সিনিয়র অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে তার ব্যাংকিং পেশা শুরু হয়। শওকত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফলিত রসায়ন বিষয়ে স্নাতকোত্তরসহ এলএলবি ও এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি তার ক্যারিয়ার ডেভেলপমেন্টে হংকং এবং মালয়েশিয়ায় একাধিক সেমিনারে যোগদান করেন।

এসআই/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।