এফবিসিসিআই নির্বাচন : ভোট পড়েছে ৯২ শতাংশ


প্রকাশিত: ১২:২৬ পিএম, ২৩ মে ২০১৫

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ২০১৫-২০১৭ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। চেম্বর ও  অ্যাসোসিয়েশন দুই গ্রুপের মোট ভোট দিয়েছে ৯১ দশমিক ৫০ শতাংশ। বিষয়টি জাগোনিউজকে নিশ্চিত করেছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা এফবিসিসিআউয়ের উপ সচিব মো. রফিকুল ইসলাম।

শনিবার সকাল ৯টা থেকে রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই ভবনে এ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। চলে বিকেল ৫টা পর্যন্ত। ভোট গণনা শুরু হবে সন্ধ্যা ৭টায়।

জানা গেছে, পরিচালনা পর্ষদের নির্বাচনের চেম্বার গ্রুপের ৪৩৬ ভোটের মধ্যে ভোট পড়েছে ৪১৮টি বা ৯৬ শতাংশ। অপরদিকে অ্যাসোসিয়েশন গ্রুপের ১ হাজার ৭৬৬ ভোটের মধ্যে ভোট পড়েছে ১৫৩২টি বা ৮৭ শতাংশ। দুই গ্রুপের মোট ২ হাজার ২০২ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছে এক হাজার ৫০ জন বা ৯১ দশমিক ৫০ শতাংশ।

এবারের নির্বাচনে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। প্যানেল তিনটি হলো- নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদের নেতৃত্বাধীন উন্নয়ন পরিষদ, বর্তমান সিনিয়র সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলীর নেতৃত্বাধীন স্বাধীনতা ব্যবসায়ী পরিষদ এবং সৈয়দ মোয়াজ্জেম হোসাইন-ড. কাজী এরতেজা হাসান ও শাফকাত হায়দারের নেতৃত্বে ব্যবসায়ী ঐক্য পরিষদ।

এসআই/এসকেডি/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।