এফবিসিসিআই নির্বাচন শনিবার


প্রকাশিত: ০৬:০২ এএম, ২২ মে ২০১৫

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ২০১৫-২০১৭ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন শনিবার অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হবে চলবে বিকেল ৫টা পর্যন্ত।

এবারে নির্বাচনে অ্যাসোসিয়েশন ও চেম্বার থেকে ১৬ জন করে মোট ৩২ জন পরিচালক নির্বাচিত হবেন। এর বাইরে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ চেম্বার ও অ্যাসোসিয়েশন থেকে আরও ২০ জন মনোনীত পরিচালকসহ ৫২ জন নিয়ে এফবিসিসিআইয়’র বোর্ড গঠিত হবে।

নির্বাচনে ৩২টি পরিচালক পদের জন্য ৮৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেম্বার গ্রুপ থেকে ৪৪ জন এবং অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ৪২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে।

প্রসঙ্গত, ঘোষিত তফসিল অনুযায়ী শনিবার পরিচালক নির্বাচনের পর ২৫ মে সভাপতি, প্রথম সহ-সভাপতি এবং একজন সহ-সভাপতি নির্বাচিত হবে। নির্বাচনে চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপের মোট ২ হাজার ১ শ’ ৯৩ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এর মধ্যে দেশের ৭৮টি চেম্বার থেকে ৪শ’ ৩০ জন ও ৩ শ’ ৫৫টি অ্যাসোসিয়েশন থেকে ১ হাজার ৭ শ’৬৩ জন ভোটার রয়েছেন।

এদিকে এরই মধ্যে এফবিসিসিআই’র এবারের নির্বাচনে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। প্যানেলগুলো হলো- নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদের নেতৃত্বাধীন উন্নয়ন পরিষদ, বর্তমান সিনিয়র সহসভাপতি মনোয়ারা হাকিম আলীর নেতৃত্বাধীন স্বাধীনতা ব্যবসায়ী পরিষদ এবং সৈয়দ মোয়াজ্জেম হোসাইন-ড. কাজী এরতেজা হাসান ও শাফকাত হায়দারের নেতৃত্বে ব্যবসায়ী ঐক্য পরিষদ।

জানা গেছে, প্রতিটি প্যানেলে ‘চেম্বার গ্রুপ’ ও ‘অ্যাসোসিয়েশন গ্রুপ’ নামে ব্যবসায়ীদের দুটি অংশ থাকে। তবে এবারের নির্বাচনে শুধুমাত্র উন্নয়ন পরিষদ প্যানেলে দুইটি গ্রুপ থাকলেও অন্য দুই প্যানেলে রয়েছে একটি করে গ্রুপ।

এদের মধ্যে স্বাধীনতা ব্যবসায়ী পরিষদ প্যানেলে রয়েছে শুধুমাত্র ‘চেম্বার গ্রুপ’ আর ব্যবসায়ী ঐক্য পরিষদ প্যানেলে রয়েছে ‘অ্যাসোসিয়েশন গ্রুপ’। সূত্র জানায়- এ দুইটি প্যানেল গোপনে একীভূত হয়ে কাজ করছে। তারা আগামীতেও যৌথভাবে বোর্ড গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।

এসআই/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।