অর্থবছরের সময় পরিবর্তনের আভাস


প্রকাশিত: ০৮:৩০ এএম, ০৫ জুলাই ২০১৭

বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) পুরোপুরি বাস্তবায়নের লক্ষ্যে অনেকদিন ধরেই দেশের অর্থবছরের সময় পরিবর্তনের প্রস্তাব দিয়ে আসছেন দেশের অর্থনীতিবিদরা। এরই পরিপ্রেক্ষিতে এবার এ বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তিনি বলেন, ‘আমি বহুদিন ধরে কনভিন্সড ছিলাম যে বাজেটের সময়টা জুন-জুলাই ঠিক আছে। কিন্তু এখন নতুন নতুন আইডিয়া আসছে। আগে প্রস্তাব এসেছিল এপ্রিল-মার্চ। এখন কেউ কেউ জানুয়ারি-ডিসেম্বরের কথাও বলছেন। এটা নিয়ে দেশে পাবলিক ডিবেট হতে পারে। আপনারা আরও ভালো ভালো আইডিয়া দিতে পারেন।’

বুধবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

এর আগে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) পুরোপুরি বাস্তবায়নের লক্ষ্যে অর্থবছরের সময় পরিবর্তনের প্রস্তাব দেন দেশের অর্থনীতিবিদরা। তারা বলেন, আমাদের দেশে অর্থবছর শুরু হয় জুলাই থেকে। তখন বর্ষাকাল। ফলে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাধাগ্রস্ত হয়। তাই মার্চে কিংবা জানুয়ারিতে এ অর্থবছর শুরু হওয়া প্রয়োজন।

এমইউএইচ/এমএমজেড/এমএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।