ঢাকা ব্যাংকের নতুন চেয়ারম্যান রেশাদুর রহমান


প্রকাশিত: ১২:১৩ পিএম, ২০ মে ২০১৫

ঢাকা ব্যাংকের পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রেশাদুর রহমান। বুধবার ব্যাংক থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি পরিচালনা পর্ষদের সভায় রেশাদুর রহমানকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছে। এসময় ভাইস চেয়ারম্যান পদে পুনঃনির্বাচিত হয়েছেন রোকসানা জামান।

রেশাদুর রহমান দেশের একজন স্বনামধন্য উদ্যোক্তা, দেশ-বিদেশে বিভিন্ন কোম্পানির সঙ্গে তিনি জড়িত। তার নেতৃত্বে ঢাকা ব্যাংকের অগ্রযাত্রা ত্বরান্বিত হবে বলে মনে করছে ঢাকা ব্যাংক পরিচালনা পর্ষদ।

শিল্পখাতে তার অভিজ্ঞতা দীর্ঘ ৩০ বছরের। তিনি বেশ কয়েকটি পেশাদারি প্রতিষ্ঠানে কাজ করেছেন এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও সুনাম অর্জন করেছেন। ব্যবসায়িক কাজে তিনি বহু দেশ ভ্রমণ করে দারুন অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। তিনি বাংলাদেশে নিযুক্ত পোল্যান্ডের অনারারি কনসাল।

ভাইস চেয়ারম্যান রোকসানা জামান একজন অভিজ্ঞ ব্যবসায়ী এবং দেশের প্রখ্যাত নারী উদ্যোক্তা হিসেবে পরিচিত। ব্যবসায়ী জীবনে তার অভিজ্ঞতা ১৪ বছরের। তিনি মানেহর ফিশারিজ অ্যান্ড ঢাকা এন্টারপ্রাইজ এর প্রোপ্রাইটর। তিনি পোশাক খাতে তার ব্যবসায়িক জীবনের শুরু করেন।

এসআই/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।