সূচকের পাশাপাশি কমেছে লেনদেন


প্রকাশিত: ১১:৪১ এএম, ২০ মে ২০১৫

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার  প্রধান শেয়ারবাজারে সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শুরু হলেও দিনশেষে সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণও। দিনশেষে দেশের ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৩ পয়েন্ট। তবে বেড়েছে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর।

বুধবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩ পয়েন্ট কমে চার হাজার ৪৫৫ পয়েন্টে অবস্থান করছে এবং ডিএসইএস সূচক দশমিক ৩৯ পয়েন্ট কমে ১ হাজার ৮৩ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট কমে ১ হাজার ৬৭৮ পয়েন্টে অবস্থান করছে।  

বুধবার লেনদেন হয়েছে ৭৮২ কোটি  ৯০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।  যা গত কার্যদিবসের চেয়ে ২৫ কোটি টাকা কম। মঙ্গলবার লেনদেন হয়েছিল ৮০৮ কোটি টাকা।

ডিএসইতে ৩০৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫২টির দাম বেড়েছে, কমেছে ১২৬টির আর অপরিবর্তিত রয়েছে ২৮টি প্রতিষ্ঠানের শেয়ার।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৬ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪১০ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে মোট ২৩৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ১১৬টির, কমেছে ১০১টির আর অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১১৭ কোটি  টাকা।

এসআই/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।