নতুন ভ্যাট আইন মানবেন না ব্যবসায়ীরা


প্রকাশিত: ০৯:৪৩ এএম, ২২ জুন ২০১৭
ফাইল ছবি

প্রস্তাবিত নতুন ভ্যাট আইন মানবেন না ব্যবসায়ীরা। এজন্য সম্মিলিতভাবে এ আইনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তারা।

ব্যাবসায়ীদের দাবি, নতুন ভ্যাট আইন বাস্তবায়নের সময় এখন নয়। সরকারেরও যথেষ্ট প্রস্তুতি নেই। এই অবস্থায় ২০১৯ সাল পর্যন্ত বর্তমান আইনেই মূল্য সংযোজন কর (মূসক) দিতে চান তারা।

আগামী ১ জুলাই থেকে নতুন ভ্যাট আইন বাস্তবায়নের কথা রয়েছে। কিন্তু আইনটি ব্যবসাবান্ধব নয় উল্লেখ করে এটিকে যুগোপযোগী করার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। সম্প্রতি রাজধানীর পলওয়েল মার্কেটের সামনে দাবি আদায়ে ব্যানার উত্তোলন কর্মসূচি পালন করেন ব্যবসায়ীরা।

এ প্রসঙ্গে দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, তিনটি দাবিতে সম্মিলিত ব্যানার টাঙানো হয়েছে। নতুন ভ্যাট আইনকে ব্যবসা ও ভোক্তাবান্ধব করাসহ আবগারি শুল্ক প্রত্যাহার করতে হবে এবং উন্নয়নের বাধা ‘কাউয়াকে’ খাঁচায় আটকাতে হবে।

জানা গেছে, ২০১৯-এর আগে ব্যবসায়ীরা কোনোভাবেই নতুন আইনে ভ্যাট দিতে চান না। তাদের অভিযোগ, নতুন ভ্যাট আইন বাস্তবায়নের দিকে যাচ্ছে সরকার। অথচ তাদের কোনো প্রশিক্ষণ দেয়া হয়নি। উন্নয়ন সহযোগী সংস্থা আইএমএফের প্রকল্প রয়েছে প্রশিক্ষণের জন্য। কিন্তু কাউকে কোনো প্রশিক্ষণ না দিয়ে সরকারকে নতুন ভ্যাট আইন বাস্তবায়ন করতে দেয়া হবে না।

তারা বলেন, প্রশিক্ষণ ছাড়া চকবাজারের ব্যবসায়ীরা কীভাবে জানবেন ইলেকট্রনিক ক্যাশ রেজিস্ট্রার কী? দাবি মেনে না নিলে আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা। এ দাবিতে প্রধানমন্ত্রীর কাছেও স্মারকলিপি দিয়েছেন ব্যবসায়ীরা। সেখানে বলা হয়েছে, নতুন ভ্যাট আইনকে যুগোপযোগী করে ব্যবসাবান্ধব করতে হবে। তা না হলে ভ্যাট না দেয়ার হুমকিও দেয়া হয়েছে।

ব্যবসায়ীরা আরও বলেন, মানুষের জন্য আইন, আইনের জন্য মানুষ নয়। এজন্য জনবান্ধব করে আইন প্রণয়ন করতে হব।

এমএ/এমএমজেড/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।