অবশেষে ভাড়া কমিয়েছে ইউনাইটেড ও নভোএয়ার
সাত বছর বন্ধ থাকার পর গত এপ্রিলে আবার চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অভ্যন্তরীণ রুটের ফ্লাইট। তবে ফ্লাইট চালুর পর থেকেই বেসরকারি এয়ারলাইনসগুলোর তুলনায় কম ভাড়ায় যাত্রী পরিবহন করে আসছে রাষ্ট্রীয় এই এয়ারলাইনসটি। এমতাবস্থায় বাজার ধরে রাখতে অনেকটা বাধ্য হয়ে ভাড়া কমিয়েছে বেসরকারি এয়ারলাইনস ইউনাইটেড এয়ারওয়েজ ও নভোএয়ার।
জানা যায়, বাংলাদেশ এয়ারলাইনসের ভাড়া বেসরকারি সব এয়ারলাইনসের তুলনায় অনেক কম। প্রচারণার অংশ হিসেবে ঢাকা থেকে চট্টগ্রাম ও কক্সবাজার ছাড়া সব রুটের ভাড়া ৩১ মে পর্যন্ত ৩ হাজার ১০০ টাকা নির্ধারণ করেছে বিমান। ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা কক্সবাজারের ভাড়া নির্ধারণ করা হয়েছে যথাক্রমে সাড়ে ৩ হাজার ও ৪ হাজার টাকা, যা দিয়ে যাত্রীরা আগামী ৩০ জুন পর্যন্ত ভ্রমণ করতে পারবেন।
অপরদিকে অভ্যন্তরীণ রুটের বাজারে টিকে থাকতে ১ মে থেকে অভ্যন্তরীণ সব রুটের ক্ষেত্রেই ন্যূনতম ভাড়া ৩ হাজার টাকা নির্ধারণ করতে বাধ্য হয়েছে ইউনাইটেড এয়ারওয়েজ। কম ভাড়ার এ অফার চলবে আগামী ১৫ জুন পর্যন্ত।
এদিকে নভোএয়ার ঢাকা-চট্টগ্রাম রুটে নতুন ভাড়া ৪ হাজার টাকা নির্ধারণ করেছে। ঢাকা-সিলেট ও ঢাকা-যশোর রুটের ৩ হাজার এবং ঢাকা-কক্সবাজার রুটের ভাড়া ৫ হাজার টাকা নির্ধারণ করেছে এয়ারলাইনসটি।
এ প্রসঙ্গে ইউনাইটেড এয়ারওয়েজের ডেপুটি জেনারেল ম্যানেজার (মার্কেটিং সাপোর্ট অ্যান্ড পাবলিক রিলেশনস) মো. কামরুল ইসলাম জানান, চলমান সামার সিজনে যাত্রী কম থাকে।
উল্লেখ্য, দেশে রাজনৈতিক অস্থিরতা এবং হরতাল-অবরোধে যাত্রীরা বিকল্প হিসেবে আকাশপথে যাতায়াতে অভ্যস্ত হয়েছে। ফলে কয়েক বছর আগে যেখানে দুই লাখ যাত্রী বিমানে চলাচল করেছে বর্তমানে সেখানে দেশের বিভিন্ন স্থানে প্রায় সাত লাখ যাত্রী পরিবহন করছে বিভিন্ন এয়ারলাইনসগুলো।
জেআর/এমএস