মিরপুরে ‘মেনস ওয়ার্ল্ডে’র নতুন শাখা


প্রকাশিত: ১২:০১ পিএম, ১৬ জুন ২০১৭

রাজধানীর মিরপুরে ২২তম শাখা খুলেছে দেশীয় পোশাকের ব্র্যান্ড ‘মেনস ওয়ার্ল্ড’। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এ শো রুমের উদ্বোধন করেন। 

এ সময় জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বাড়ি মালিক সমিতির সভাপতি গামসুল হক, মেনস ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আব্দুল হান্নানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উপমন্ত্রী আরিফ খান জয় বলেন, দেশীয় পোশাকের ব্র্যান্ড শপ উদ্বোধন করতে পেরে আমি আনন্দিত। আওয়ামী লীগ সরকার দেশীয় পণ্যের অধিক ব্যবহার ও মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে প্রয়োজনে দেশীয় ব্র্যান্ডগুলোর জন্য সার্বিক সহযোগিতা দেয়া হবে।

২০০৭ সালে প্রতিষ্ঠিত `মেনস ওয়ার্ল্ডে` ফরমাল ও ক্যাজুয়াল শার্ট, ফরমাল প্যান্ট, জিনস প্যান্ট, ক্যাজুয়াল এক্সিকিউটিভ পাঞ্জাবী, ব্লেজার, পোলো শার্ট, জ্যাকেট, টাইসহ ছেলেদের সব ধরনের পোশাক।

এছাড়া নারী ও শিশুদের জন্য থাকছে ওয়ান পিছ, টপস, ব্যাগসহ এক্সক্লুসিভ সব পোশাক।

এমএ/এমএমএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।