ইউসিবি ব্যাংক ও হ্যাশকোল্ডের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর


প্রকাশিত: ০২:১৯ পিএম, ১৫ জুন ২০১৭

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) ও হ্যাশকোল্ডের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তি অনুযায়ী, ইউসিবির রিটেল, এসএমই ও কর্পোরেট গ্রাহকদের জন্য হ্যাশকোল্ডের ডিজিটাল আর্থিক প্রযুক্তি নির্ভর পণ্য ও সেবা ব্যবহার করা হবে।

ইউসিবি ও হ্যাশকোল্ড যৌথভাবে গ্রাহকদের জন্য ব্লকচেইন প্রযুক্তি ও ক্রিপটোগ্রাফিক্যালি নিরাপদ পণ্য ও সেবার সম্ভাবনা নিয়ে কাজ করবে।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এ ই আব্দুল মুহাইমেন ও হ্যাশকোল্ডের এক্সিকিউটিভ চেয়ারম্যান তারিক এ ভূইয়া চুক্তিতে স্বাক্ষর করেন।

ওআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।