বাড্ডায় ‘টেস্টি ট্রিটের’ আউটলেট উদ্বোধন


প্রকাশিত: ১২:৩৪ পিএম, ১৬ মে ২০১৫

স্বাস্থ্যসচেতন ক্রেতাদের মাঝে কেক, পেস্ট্রিসহ বেকারি সামগ্রী পৌঁছে দিতে মধ্য বাড্ডায় যাত্রা শুরু করলো ‘টেস্টি ট্রিট’। শনিবার বিকেলে ১০৩/গ নম্বর মধ্যবাড্ডায় আউটলেটটি উদ্বোধন করেন প্রাণের চিফ মার্কেটিং অফিসার জি এম কামরুল হাসান।

আউটলেটে রয়েছে জন্মদিনসহ বিশেষ অনুষ্ঠানের কেক, ফ্রুট কেক, প্লেন কেক, স্পেশাল পাউন্ড কেক ছাড়াও বিভিন্ন স্বাদ ও ডিজাইনের পেস্টির সমাহার। রয়েছে রসগোল্লা, মালাইকারি, ক্ষীর টোস্ট, পোড়াবাড়ির চমচমসহ সুস্বাদু সব মিষ্টি। আউটলেটটিতে ফাস্টফুড সামগ্রীর মধ্যে পাওয়া যাচ্ছে হড ডগ, পাফ পিৎজা, চিলি চিকেন রোল, ভেজিটেবল রোল, চিকেন পাফ, সিঙ্গারা-সমুচা প্রভৃতি।


উদ্বোধন উপলক্ষে আউটলেটিতে চলছে ২০ শতাংশ ডিসকাউন্ট অফার। অফারটি চলবে ৩০ মে পর্যন্ত।

আউটলেটটিতে জন্মদিনসহ বিভিন্ন উৎসব বা বিশেষ দিন উদযাপনের কেকসহ অর্ডার ও হোম ডেলিভারি নেয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে জি এম কামরুল হাসান বলেন, টেস্টি ট্রিট ভোক্তাদের স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। আশা করছি টেস্টি ট্রিট খুব দ্রুত মানুষের প্রত্যাশা পুরণ করতে পারবে।

এসময় উপস্থিত বঙ্গ বেকার্স লিমিটেডের হেড অব মার্কেটিং মো. জাকারিয়া জুলফিকার বলেন, সুলভমূল্যে ক্রেতাদের কাছে স্বাস্থ্যসম্মত বেকারি সামগ্রী পৌঁছে দেয়াই ট্রেস্টি ট্রিটের প্রধান লক্ষ্য।

বাড্ডাসহ রাজধানীর মোহাম্মদপুর, ফার্মগেট, গ্রিন রোড, সবুজবাগ বৌদ্ধ মন্দির, মিরপুর, ওয়ারিতে রয়েছে টেস্টি ট্রিটের আউটলেট।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বঙ্গ বেকার্স লিমিটেডের ব্র্যান্ড ম্যানেজার শাহ্ ফয়সাল হোসেন, টেস্টি ট্রিটের ব্র্যান্ড ম্যানেজার মো. ওলি আমিন, টেস্টি ট্রিটের অপারেশন ম্যানেজার মো. আমিনুল ইসলাম রাশেদ ও সেলস ম্যানেজার মাহবুবুর রহমান।

এআর/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।